top of page
সুজন ভট্টাচার্য
Sujan Bhattacharya
সুজন ভট্টাচার্য পেশায় সরকারি আধিকারিক। তাঁর লেখালিখির শুরু ছোটবেলা থেকেই। তাঁর একাধিক কাব্যগ্রন্থ আছে, আছে প্রবন্ধ ও বিভিন্ন বিষয়ে রয়েছে বিশ্লেষণমূলক গ্রন্থও। একটা সময় থেকে কবিতা ছেড়ে পুরোপুরিভাবে গদ্যসাহিত্যে মনোনিবেশ করেন তিনি। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে দুই বাংলায় এবং তা পাঠকমহলে সমাদৃতও হয়েছে। অনেকেই তাকে ‘বিশ্বাসের ভিত্তি’-র লেখক বা ‘গগন ঢাকির রক্ত’ গল্পগ্রন্থের জন্য পাঠক মহলে পরিচিত। যুক্তিবাদী এই লেখক মনে করেন, সমাজের প্রতি অবশ্যই লেখকের দায়বদ্ধতা থাকা উচিত। লেখকের লেখায় যদি সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার প্রতিফলন না থাকে তবে তা কাঙ্খিত নয়। তাঁর আরেকটি বই ‘কালাপাহাড়’ পাঠক মহলে সমাদৃত।
click on the image to get details of the e-book
bottom of page