top of page

বাঙ্গলার বেগম
যদি কেহ নবাবী আমলের ইতিহাস লিখিতে গিয়া বেগমদের কীর্ত্তির কথা পরিহার করেন, তাহা হইলে এ যুগের ইতিহাসের প্রধান অংশ অপূর্ণই থাকিয়া যাইবে। ইংলণ্ডের ইতিহাসে যেমন মেরী, এন্, এলিজ্যাবেথ, ভিক্টোরিয়া প্রভৃতিকে ছাড়িয়া দিলে, ফরাসীর ইতিহাসে লুইস, দেস্তেল, জেঁয়াদার্ক প্রভৃতিকে বাদ দিলে, রুসিয়ার ইতিহাসে পেট্রোনা, ক্যাথারীন্ প্রভৃতির কথা বিশেষরূপে আলোচনা না করিলে যেমন ইংলণ্ড, ফরাসী ও রুসিয়ার ইতিঙ্গাস সম্পূর্ণভাবে পাওয়া যায় না, সেইরূপ বেগম-বিবরণশূন্য নবাবী আমলের ইতিহাস নিতান্তই অতৃপ্তিকর। সুতীক্ষ্ণ বুদ্ধিশালিনী বেগমগণ নবাবী আমলের উজ্জ্বল রত্নস্বরূপ।
‘বাঙ্গলার বেগমে’ ব্রজেন্দ্রনাথ ছয়টী বেগমের চিত্র অঙ্কিত করিয়াছেন। লুৎফুন্নিসা, আমিনা, আলিবর্দ্দী বেগম, মণিবেগম, ঘসিটী এবং জিন্নতুন্নিসা।
You have not rated yet!
AVG
total
No of rating
Similar e-Books
bottom of page