top of page
তাহমিদ তাজওয়ার খান
Tahmid Tajwar Khan
তাহমিদ তাজওয়ার খান এর জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত।
খুব বেশি সময় ধরে না হলেও লেখালিখির প্রতি তার ভালো আকর্ষণ আছে এবং অন্যান্য শখের মধ্যে রয়েছে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা। ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন; এই চারটি খেলায় তিনি মোটামুটি পারদর্শী। ফেসবুকে লেখা তার বিভিন্ন গল্পের মাধ্যমে পঠকদের উৎসাহ পেয়ে নিজের বই প্রকাশে আত্মবিশ্বাসী হন। 'আত্মার চুক্তিনামা' তার প্রথম উপন্যাস।
click on the image to get details of the e-book
bottom of page