top of page

স্বপনকুমার ঘোষ

Swapan Kumar Ghosh

পূর্ববঙ্গের বরিশাল জেলার " রামদেব ঘোষ রঘুদেব ঘোষ তালুক "- এর কুঞ্জবিহারী ঘোষ( উত্তরের বাড়ি ) এবং ঢাকা বিক্রমপুর- এর জমিদার বসু রায়চৌধুরী পরিবারের সুমতিরাণী -র সাত সন্তানের সর্বকনিষ্ঠ স্বপনকুমার ঘোষ - এর জন্ম শিবভূমি কাশীতে।
বারাণসীর ' চিন্তামণি মুখোপাধ্যায় এ্য‌াংলো বেঙ্গলী প্রাইমারী স্কুল ' ও ' কলেজ ' ( হাইস্কুল) ও ' বাঙ্গালীটোলা ইন্টার কলেজ ' ( ইন্টারমিডিয়েট)- এর পর ' কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ' থেকে কলা বিভাগ- এ স্নাতক , পরে বাংলা ভাষা- সাহিত্যে উত্তরস্নাতক (১৯৭৩ খৃঃ ) ।' প্রয়াগ সঙ্গীত সমিতি ' থেকে ' সঙ্গীত প্রভাকর '(রবীন্দ্রসঙ্গীত , ১৯৮৪) !
লিখেছেন বহু পত্রপত্রিকাকে, যেমন বারাণসীর ' নবায়ণ ' সাহিত্যপত্র, প্রখ্যাত হিন্দী দৈনিক -- ' আজ '-- পত্রিকা, কোলকাতার ' রামধনু '( সম্পাদক ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য ) পত্রিকায় ইত্যাদি। এছাড়াও ওড়িআ ভাষায় ব্যুৎপত্তি এবং ওড়িশা সাহিত্য অনুবাদ, যেমন আকাদেমি পুরস্কৃত অধ্যাপক - সাহিত্যিক ডঃ অরবিন্দ পট্টনায়ক- এর ওড়িআ উপন্যাস ' অয়নান্ত ', ওড়িশা সাহিত্য আকাদেমী পুরস্কৃত ডঃ শৈলেশ্বর নন্দ-র গল্পগ্রন্থ --' অঙ্গরাগ ', বিশ্বকোষ প্রণেতা বিদ্বদ্বর পদ্মশ্রী বিনোদ কানুনগো -র জীবনী --' বিনোদ ' ; ওড়িশা সাহিত্য আকাদেমী - র তৎকালীন প্রধান ডঃ জয়ন্তী রথ -এর উপন্যাস --' ঝুম্ ঝুম্ ঝুমুরা রে ' ও সাহিত্যিক - সাংবাদিক ভাগীরথী মহাসুআর ( সদস্য , ওড়িশা সাহিত্য আকাদেমী )-র উপন্যাস --' বাঞ্ছা ' বাংলায় অনুবাদ।
বাংলা শিশুসাহিত্যিকদের প্রতিষ্ঠান -- ' শিশুসাহিত্য পরিষদ '- এর আজীবন সদস্য স্বপনবাবুর পছন্দ করে বাচ্চাদের জন্যে লিখতে। শিশু কিশোরের জন্যে লিখছেন বহু পত্রিকাতে।

click on the image to get details of the e-book

bottom of page