top of page

সুশান্ত ঘোষ

Sushanta Ghosh

পঞ্চবান কাব্য স্রষ্টা, পরমাণু গল্প (ভাবনার উদ্ভাবক) কবি ও সাহিত্যিক সুশান্ত ঘোষের জন্ম- ৯ই নভেম্বর ১৯৬১। ইতিহাস প্রসিদ্ধ দানী চন্দ্রশেখর ঘোষের পরিবারের ষষ্ঠ পুরুষ।
ইতিপূর্বে ওনার চব্বিশটি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। যার মধ্যে "স্মৃতিতে লকডাউন", "কবিতায় নবরত্ন" কাব্য গ্রন্থ, গল্পের বই "হোঁদল কুতকুতে", "দুই প্রেমের উপাখ্যান", কবির নিজস্ব মৌলিক ঘরানায় সৃষ্টি পঞ্চবান কাব্য রীতির ওপর "পঞ্চক কাব্যমালা", উপন্যাস "হৃদয় কথা বলে", ও প্রেমের উপন্যাস " পার্টনার "। ছোটদের ছড়ার বই " ভুটুর কারসাজী", ওনার প্রতিবাদী কলমে নিজস্ব আত্মচরিত " ভাবনার জাল "। নয় শব্দের মধ্যে বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে নামকরণ সহ পরমাণু গল্পের বই "অ্যাটমবোম" বিশেষ ভাবে পাঠকমহলে সমাদৃত। ওনার এই মুহূর্তে বাচিক শিল্পীদের জন্য শতাধিক বাচিকের ভালবাসার কিছু কবিতার ডালি নিয়ে " বাচিক কন্ঠস্বরে নির্বাচিত শতক " কাব্য গ্রন্থ এই নব প্রয়াসে আশা করি বাংলা সাহিত্যের আঙ্গিনা ও সাধারণ পাঠকসমাজ পাবে এক নতুনত্বের স্বাদ।

click on the image to get details of the e-book

123.png
123.png
123.png
123.png
bottom of page