top of page

সিতাংশু মৈত্র

Sitanshu Moitra

সীতাংশু মৈত্রর জন্ম ফরিদাবাদে বর্তমানে কলকাতাতেই থাকেন কর্মসূত্রে। বাংলার বাইরে জন্ম হলেও ছোট থেকে রক্তধারায় অনুভব করেছেন বাংলাভাষার পাতায় পাতায় ছড়ানো মায়াবলোকনের একেকটি পর্যায়।

বর্তমানে ব্যস্ত মেহেরগড় সম্পর্কিত একটি ইতিহাসভিত্তিক উপন্যাস প্রণয়নের সাধনযজ্ঞে। ইতিহাসকে ভালবাসেন বলে সময়চারণ তাঁর প্রিয় অবসরের বিষয়। শ্যামাপ্রসাদের আমন্ত্রণে ওনার এখানে প্রকাশিত কাহিনিটিতেও সেই পরম মায়াময় মিস্টিসিজম্ ও ইতিহাস একীভূত হয়ে ধরা দিয়েছে।

click on the image to get details of the e-book

bottom of page