top of page

শশধর দত্ত

Shosodhar Dutta

শশধর দত্ত হুগলি জেলায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম হরাদিত্য দত্ত। শশধর দত্ত সর্বাধিক জনপ্রিয়তা পান মোহন সিরিজ রচনার জন্য। দস্যু মোহন নামক উদার ও দু;সাহসিক চরিত্রের বহু রোমাঞ্চকর উপন্যাস বই আকারে বের হয়েছে।

মোহনের প্রায় শতাধিক গল্প ছাড়াও তিনি প্রচুর সামাজিক উপন্যাস রচনা করেন যার মধ্যে ঘি ও আগুন, স্বর্গাদপি গরীয়সী, আগুন ও মেয়ে, শ্রীকান্তের শেষ পর্ব, শেষ উত্তর প্রভৃতি উল্লেখ্য।

click on the image to get details of the e-book

123.png
bottom of page