top of page

সতীশচন্দ্র মিত্র

Satish Chandra

সতীশচন্দ্র (১৮৭২-১৯৩১) শিক্ষাবিদ ও লেখক। তিনি ১৮৭২ সালের ১৪ ডিসেম্বর খুলনা জেলার পাইকপাড়া গ্রামে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৮৯৭ সালে কলকাতা সিটি কলেজ থেকে তিনি ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৮৯৯ সালে স্কুলশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯০৪ সালে তিনি খুলনার দৌলতপুর হিন্দু অ্যাকাডেমিতে শিক্ষক ও গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এখানেই কর্মরত ছিলেন। তিনি অ্যাকাডেমি লাইব্রেরিতে দুর্লভ কিছু পান্ডুলিপি ও দলিল সংগ্রহ ও সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখেন। তাঁর এই সংগ্রহের উপর ভিত্তি করেই তিনি যশোর-খুলনার ইতিহাস নামে তৎকালীন এই জেলাদ্বয়ের ইতিহাস রচনা করেন। এই ইতিহাস এখন পর্যন্ত পন্ডিতদের কাছে একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি সাহিত্য, ইতিহাস, ভূগোল, ধর্ম ও শিল্পকলার ওপর প্রবন্ধ ও পুস্তিকা রচনা করেছেন। এগুলি ১৯১৪ ও ১৯২২ সালে দুটি খন্ডে প্রকাশিত হয়।

click on the image to get details of the e-book

123.png
bottom of page