top of page

শ্রীমতী রাসসুন্দরী

Rassundari

পাবনা জেলার পোতাদিয়া গ্রামে এক বর্ধিষ্ণু পরিবারে ১৮০৯ খ্রিস্টাব্দে রাসসুন্দরীর জন্ম। পিতা পদ্মলোচন রায় রাসসুন্দরীর অতি শৈশবে মারা যান। কন্যা হিসেবে জন্ম নিলেও মা এবং অন্যান্য পরিজনের কাছে তিনি খুব আদুরে ছিলেন। রাসসুন্দরীর পরিজনেরা অতিমাত্রায় রক্ষণশীল ছিলেন না।
১২ বছর বয়সে রাসসুন্দরীর বিয়ে হয়েছিল রাজবাড়ী জেলার 'ভর রামদিয়া' গ্রামের জোতদার ও অবস্থাপন্ন এক পরিবারে। স্বামী নীলমনি সরকার।
এক এক করে বারোটি সন্তানের মা হয়েছেন, নারী হিসেবে এই সমাজে জন্মে যে বিড়ম্বনা তা প্রতিমুহূর্তে রাসসুন্দরী উপলদ্ধি করেছেন। ব্যক্তি মানুষ হিসেবে নারী হিসেবে বঞ্চনার দিকগুলো তিনি সুচিহ্নিত করেছেন। রাসসুন্দরীর জীবনের সবচেয়ে বড়ো নিষ্ঠার, একাগ্রতার ও ধৈর্যের জায়গা ছিল তার লেখাপড়া শেখাটা। অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য তিনি তাঁর পঞ্চম পুত্র দ্বারকানাথের বাড়ি কাঁঠালপোতায় ছয় মাসের মত ছিলেন। সেখানেই ছেলের সহযোগিতায় লেখাটাও শিখে ফেলেন তিনি।
৯০ বছর বয়সে রাসসুন্দরী (ইং ১৮৯৯ সনে) মারা যান।

click on the image to get details of the e-book

123.png
bottom of page