top of page

রবিউল হক বক্সী

Rabiul Haque Bakshi

রবিউল হক বক্সী বাংলাদেশের তরুণ লেখক। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে উড়ে যাওয়ার দিন, উনিশ বছরের কালো মেয়ে, বিধাতার নৌকা ইত্যাদি অনেকগুলি বই। আমাদের চারিদিকে যে জীবনের অনন্ত প্রবাহ চলছে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, নিঃসঙ্গতা, পরিচিত অপরিচিত মুখোশের আড়ালে থাকা মুখগুলি - এ সবই তাকে নিয়ে আসে গল্প বলার দিকে।
তিলোত্তমা ও ২০৮ নম্বর রুম - তার প্রথম ইবুক।

click on the image to get details of the e-book

123.png
bottom of page