top of page
প্রবাল দাশগুপ্ত
Probal Dasgupta
ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থা থেকে অবসরপ্রাপ্ত ভাষাতাত্ত্বিক প্রবাল দাশগুপ্ত (জ. কলকাতা, ১৯৫৩) মার্কিন ভাষাতাত্ত্বিক সমিতির সাম্মানিক সদস্য (২০০৪-), বিশ্ব এসপেরান্তো সংগঠনের প্রাক্তন সভাপতি (২০০৭-১৩), আকাদেমিয়ো দে এসপেরান্তোর সভাপতি (২০১৬-২০২২)। ভারতে ইংরিজির অবস্থান নিয়ে তাঁর বই দি আদারনেস অভ ইংলিশ (১৯৯৩) বহু আলোচিত। বাংলায় ভাষাতত্ত্ব-ঘেঁষা বিষয় নিয়ে লিখেছেন কথার ক্রিয়াকর্ম (১৯৮৭), ছিন্ন কথায় সাজায়ে তরণী (২০১১), ভাষার বিন্দুবিসর্গ (২০১২), মেরুর প্রার্থনা: বিষুবের উত্তর (২০১৫)। রবীন্দ্রনাথের কিছু কবিতার এসপেরান্তো অনুবাদ করেছিলেন ১৯৭৭ সালে। নানা ভাষা থেকে এসপেরান্তোর মাধ্যমে কথাসাহিত্যের বঙ্গানুবাদ করেছেন সম্প্রতি।
click on the image to get details of the e-book
bottom of page