top of page

নুরুল হাসান

Nurul Hasan

নুরুল হাসান, মুর্শিদাবাদ জেলায় ১৯৮১ সালে জন্ম। বর্তমান নিবাস মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুরেন্দ্রনাথ কলেজ (শিয়ালদা) থেকে প্রাণী বিজ্ঞানে স্নাতক। গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের সিএমডি পোস্ট গ্যাজুয়েট কলেজ থেকে প্রাণী বিজ্ঞানে এমএসসি । এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বায়োইনফর্মেটিক্স। বর্তমানে পাথরডাঙা ওসমানিয়া হাই মাদ্রাসায় জীবন বিজ্ঞানের শিক্ষক।
নিজের আনন্দের জন্যই তাঁর লেখালেখি। লেখার হাতে-খড়ি বাবার হাত ধরে। প্রথম গল্প প্রকাশ ‘কণ্ঠস্বর' নামের একটি লিটিল ম্যাগাজিনে। ২০১১ সালে পরিচয় সাহিত্যিক সুদীপ জোয়ারদারের সঙ্গে। এবং সাহিত্যে তাঁর ফিরে আসা। স্থানীয় লিটল ম্যাগাজিনে লেখালেখি শুরু। সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের অস্থিরতা, মানবতা বিরোধী কার্যকলাপ তাঁর মনে বাঁচার গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেখান থেকেই তাঁর প্রথম কাব্যগ্রন্থ বাঁচার বর্ণমালা, দ্বিতীয় কাব্যগ্রন্থ একদিন বৃষ্টিতে এসো। "ব্যাবিলনের পাখি" তার প্রথম উপন্যাস।

click on the image to get details of the e-book

123.png
bottom of page