top of page
অর্ঘদীপ ঘোষ
Arghyadeep Ghosh
জন্ম: ২৯-এ অক্টোবর ২০০৩, শিলিগুড়ি।
নবম শ্রেণী থেকে তার আগ্রহ জাগে সাহিত্যের দিকে। তবে বই পড়ার থেকে লেখার আগ্রহ বেশি তার। তার Blog page আছে Instagram-এ, যেখানে তিনি ১০০০-টি write-up লিখেছেন। তিনি গান এবং কবিতাও লেখেন। তার একমাত্র ইচ্ছে হল যেন তার শব্দ মানুষকে মুগ্ধ করে দিতে পারে। তার পরবর্তীকালে আরো ক্রাইম ও রহস্য নিয়ে গল্প লেখার ইচ্ছে।
click on the image to get details of the e-book
bottom of page