প্রদ্যোত আশ
Pradyot Ash
জন্ম পুরুলিয়ার তুলিন গ্রামে ২৭শে নভেম্বর১৯৮৯। উচ্চপ্রাথমিকের পাঠ শেষ করে বাঁকুড়ার সোনামুখী থেকে বাংলা সাম্মানিক পর্যন্ত পড়াশোনা। সাহিত্য এবং সংস্কৃতির ঝোঁক বাবা ডাঃ শংকর চন্দ্র আশের হাতধরে ছোটবেলা থেকে। সোনামুখী তে থাকার সময় লগ্ন উষা সাহিত্য গোষ্ঠীর সাহচর্যে সাহিত্য চর্চার দিগন্ত উন্মোচিত হয়। তারপর পশ্চিমবঙ্গ সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পেশাতে যোগদিয়ে পুনরায় পৈত্রিক গ্রামে ফিরে আসা। তুলিনে ফিরে এসে কথাসাহিত্যিক বিমল লামার সঙ্গলাভ। প্রদ্যোত মূলত কবি এযাবৎ দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে 'পুরুষের তৃতীয় চোখ ' চারণ প্রকাশন ২০১৫,এবং 'আবার পিয়াকে ' (প্রকাশিতব্য) শহরতলি। সংস্কৃতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতায় জুটেছে রাজ্য সেরার শিরোপা। লেখালেখি করেন বাংলার বিভিন্ন লিটিল ম্যাগাজিনে। এইটি প্রথম গল্পের বই। কলেজে পড়ার সময় থেকে নিজে সম্পাদনা করেন 'দেয়ালা' সাহিত্য পত্র। এছাড়াও যুক্ত আছেন লগ্নউষা এবং অথপথ সাহিত্য পত্রিকার সঙ্গে। সাহিত্য সংস্কৃতির পাশাপাশি নিজেকে যুক্তরাখেন সমাজকর্মে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক , কলকাতার পুরুলিয়া জেলা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন সমিতির আহ্বায়কের দায়িত্বে সামলেছেন চারবছর।