চিরঞ্জয় চক্রবর্তী
Chiranjay Chakraborty
জন্ম ১৯৫৭ সালে, কলকাতায়। পেশায় মোমবাতি প্রস্তুতকারক। লেখালিখির শুরু গত শতাব্দীর আশির দশকে। নিজে এবং অন্য পাঁচজন অঙ্কের ছাত্র বন্ধুদের নিয়ে গাণিতিক সাহিত্যের মুখপত্র “ছয়’ পত্রিকার প্রকাশ শুরু করেন। অঙ্কের ছাত্র হলেও জন্মেছেন সংস্কৃত ভাষার পরিমণ্ডলে, শিখেছেন প্রাচীন বাংলা পুঁথি পাঠের কৃৎকৌশল। জার্মান ভাষা থেকে অনুবাদ করেছেন, আইনস্টাইন, ফ্রানৎস কাফকা, হাইনরিখ ব্যোল, পিটার হান্ডকের রচনা। রামায়ণ। নিয়ে চর্চা ও লেখালেখি করে থাকেন, সে বিষয়েও প্রকাশিত হয়েছে একটি প্রবন্ধ গ্রন্থ। ধর্ম ও দর্শনের ষান্মাসিক পত্রিকা ‘তথাগত’র সম্পাদক। ‘মহাশয় শুনঃশেপ’ তার তৃতীয় উপন্যাস। প্রকাশিত হয়েছিল মাতৃশক্তি পত্রিকার ২০১৪ পূজা সংখ্যায়।
সমালোচকরা বলেন, “চিরঞ্জয়ের গল্প বলার রীতি, বিষয়ের অভিনবত্বে বলা যায় লেখক নিজেই স্বয়ং সম্পূর্ণ। এই ধারায় বাংলা গল্প জগতে কেউই চর্চা করেননি। সেদিক দিয়ে চিরঞ্জয় একটা সাহিত্য। রীতির পথিকৃৎ জন্মদাতাও বটে। গল্প বলেন মজা করে যেন ছেলেমানুষী খেলাচ্ছলে, আড়ালে ব্যঙ্গের কশাটা থাকলেও ওঁর লেখায় এক সরল দর্শন। পাওয়া যায়” !