অদ্বৈত মল্লবর্মণ
Advaito Mallabarman
অদ্বৈত মল্লবর্মণ -এর জন্ম ১৯১৪ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণে, এক মালো পরিবারে। পিতার নাম অধরচন্দ্র মল্লবর্মণ। শৈশবেই লেখক পিতৃমাতৃহীন হন। ফলতঃ অদ্বৈতের শৈশব কাটে নিঃসঙ্গ অবস্থায়। ঐ সময় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আর্থিক সহায়তায় তাঁর জীবন এগিয়ে চলে। তাঁদেরই প্রচেষ্টায় তিনি ১৯৩৩ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশান পাশ করেন। এরপর তিনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভরতি হন। এখানে ভরতি হলেও তিনি আই.এ পরীক্ষা দেননি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার সমাপ্তি হয় এই সময়।
অর্থোপার্জনের তাগিদে ১৯৩৪ খ্রিস্টাব্দ নাগাদ লেখক চলে আসেন কলকাতায়। সেখানে ‘ত্রিপুরা’ নামক একটি মাসিক পত্রিকায় নিজের কর্মজীবন শুরু করেন।
স্কুলে ছাত্র থাকা অবস্থায়ই অদ্বৈত লিখতে শুরু করেন। তাঁর গল্প, কবিতা ও প্রবন্ধ এ সময় থেকেই সুধীসমাজের প্রশংসা অর্জন করে। চল্লিশের দশকে মানিক বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব বসু প্রমুখ সম্পাদিত ‘এক পয়সায় একটি’ শীর্ষক ধারাবাহিকে লিখে তিনি পাঠকসমাজে বিশেষ পরিচিতি লাভ করেন। তাঁর একমাত্র উপন্যাস তিতাস একটি নদীর নাম মাসিক মোহাম্মদীতে প্রথম ধারাবাহিকভাবে (১৯৪৫-৪৭) প্রকাশিত হয়।
এ ছাড়াও নয়া বসত, রামধনু, দু রঙা প্রজাপতি, সাদা হাওয়া, দলবেঁধে, সাগরতীর্থে, রাঙামাটি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য রচনা। তৎকৃত আর্ভিং স্টোনের লাস্ট ফর লাইফ-এর বঙ্গানুবাদ জীবনতৃষ্ণা, দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি অনেক শিশুপাঠ্য কবিতাও রচনা করেন।