
শহরে ক'টা দিন শান্তি এসেছিল
দুর্বৃত্তদের সীমাহীন ঔদ্ধত্য, প্রচণ্ড শক্তিমত্তা ও বেপরোয়া ভাব দেখে অনেক সময় আমরা ভেবে পাই না এ অবস্থার পরিবর্তন হবে কিভাবে? সাধারণ মানুষ এদের দম্ভ দাপটে ভীত হয়ে পড়ে, উৎপীড়নে দিশেহারা হয়ে পড়ে, এই শক্তি অপসারিত হওয়ার আশু সম্ভাবনা না দেখে হা হুতাশ করে। ঘাড়ের উপর জগদ্দল পাথরের মত চেপে বসা এই শক্তি কিভাবে অপসারিত হবে তার উপায় খুঁজে পায় না ৷
কিন্তু তা তো কেবল কোনো নালা থেকে নেমে আসা স্রোতের মাঝে কিছু ফেনা দেখে, পানির জন্য হা হুতাশ করারই নামান্তর। স্রোত অচিরেই ভাসিয়ে নিয়ে যায় ফেনা, পানির প্রবাহই রয়ে যায়।
প্রচণ্ড ঝড়ের রাতের শেষে যেমন শান্ত ভোর আসে, অন্ধকার মেঘে সারা আকাশ ঢেকে যাওয়ার পরও এক সময় পরিষ্কার আকাশ দেখা যায়। তেমনি সকল দুর্বৃত্তদের দুর্বৃত্তপনার অবসানের পর স্বস্তির পরিবেশও ফিরে আসে নিশ্চয়। এক অস্থির শহরে ক'টা দিনের জন্য শান্তি ফিরে আসার ঘটনা বিবৃত হয়েছে এই উপন্যাসে।
You have not rated yet!
AVG
total
No of rating