top of page

ওরা অপরাজিতা
নিজেকে ভালোবাসার ভালোথাকার মূলমন্ত্রে দীক্ষিত যে নারী সেই তো শক্তিরূপেণ রূপে সমাজকে পাপমুক্ত করে ঐন্দ্রি রূপে আর্বিভূতা হন। আসলে সমাজ নামক অভিভাবকটি নারীদের মাথার ওপর যুগে যুগে একটি পুরুষ ছাতা ধরে রেখেছে। রোদ বৃষ্টি ঝড়ে নিরাপত্তার অছিলার আড়ালে নাভিশ্বাস উঠে আসা বালিকাটি, মেয়েটি রমণী সকল ব্যক্তি হয়ে উঠতে পারেনা। মা বোন মেয়ের তকমার পেছনে সে শুধুই যৌনবস্তু। করুণার পাত্র। পৃথিবীর এক পিছিয়ে পরা জীব। সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসে পিঠটান করে হাঁটতে চাইলে সে হবে নিয়ম না মানা বেয়াদপ। সমাজের এই একঘেয়ে একপেশে মুখস্ত নিয়মের শেষ কোথায় ? সমাজ সংসারের সামনে এবার বলার সময় হয়েছে — “ মেয়ে তুই নিজেকে নিয়ে উল্লাস কর।”
You have not rated yet!
AVG
total
No of rating
Similar e-Books
bottom of page